রকেট নম্বরে ভুয়া ক্ষুদে বার্তা পাঠিয়ে টাকা উত্তোলন করতে এসে জনতার হাতে আটক হয়েছেন বিকাশ প্রতারক চক্রের সদস্য আলমগীর হোসেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন তারা।

জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর বাংলাদেশ প্রতিদিনের।

আটক আলমগীর পটুয়াখালী জেলা সদরের বাসিন্দা। তিনি একটি কোম্পানির সেলসম্যান হিসেবে গৌরনদীতে কর্মরত ছিলেন।

বাটাজোর বন্দরের ব্যবসায়ী উত্তম কুমার জানান, গত শনিবার রাতে তাঁর দোকানে রকেটে টাকা উত্তোলন করতে আসেন আলমগীর হোসেন। দোকানের রকেট নম্বরে একটি ভুয়া ক্ষুদে বার্তা পাঠিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে আলমগীর। বাজারের ব্যবসায়ীরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিকাশ প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গৌরনদী মডেল থানার এসআই নূর আমীন জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে বাটাজোরে জনতার হাত থেকে আলমগীরকে উদ্ধার করে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।