খেরসনে রুশ হামলার পর আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি খেরসনে ভয়াবহ গোলা হামলাকে রুশ ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন। খবর বাসসের।

শনিবার খেরসন শহরে রাশিয়ার বোমা হামলায় ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এ প্রেক্ষাপটে জেলেনস্কি যুদ্ধাবস্থায় বড়দিনের উৎসব পালনরত দেশবাসীর প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।

যুদ্ধ শুরুর ১০ মাস পূর্ণের দিন রাশিয়া দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খেরসনের একটি ব্যস্ততম বাজারে বৃষ্টির মতো গোলা ছোড়ে। নভেম্বরে কিয়েভ বাহিনী শহরটি পুর্নদখল করে, কিন্তু শহরটি অব্যাহতভাবে রুশ হুমকির মধ্যেই রয়েছে।

সর্বশেষ এই রুশ হামলাকে ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, দমনপীড়ন ও আনন্দের জন্যই এ হামলা চালানো হচ্ছে।