বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

পুলিশ সপ্তাহ-২০২৪-এর পঞ্চম দিনে আজ শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। তিনি ক্রীড়া প্যারেডে অংশগ্রহণকারী দলের মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নারীদের জন্য সুরের তালে তালে বালিশ বদল, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফোটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য হাঁটার মতো ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পরে পুরস্কার বিতরণ পর্বে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, তাঁদের দাম্পত্য সঙ্গী ও সন্তানরা উপস্থিত ছিলেন।