সভায় বক্তব্য দিচ্ছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর চাটখীল উপজেলার জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চাটখীল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

বক্তব্য দিচ্ছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। ছবি : বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতি খীসা।

এ সময় চাটখীল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখীল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বক্তব্য দিচ্ছেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। ছবি : বাংলাদেশ পুলিশ

সভায় পুলিশ সুপার বলেন, আমরা এই মতবিনিময় সভায় যে উদ্দেশ্য নিয়ে এসেছি তা আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগামীর রাজনীতিতে নেতৃত্ব দেবে। আমাদের তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব। সব সময় সুযোগ সন্ধানীরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কিভাবে সরকারকে বেকায়দায় রাখবে, তা পরিকল্পনা করছে। আমরা যদি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে সরকারের উন্নয়নকে রুখে দেওয়ার সাধ্য কারও নেই। সর্বোপরি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অংশ নেওয়া ব্যক্তিদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখীল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুইঁয়া।

সভায় বক্তব্য দিচ্ছেন একজন অতিথি। ছবি : বাংলাদেশ পুলিশ