পুলিশি হেফাজতে আসামি। ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে চড়ার অভিযোগে বাদল শীল (৪২) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে লাকসাম রেলওয়ে পুলিশ।

রোববার (১৫ মে) সন্ধ্যায় লাকসাম রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফেনী জেলায়।

জানা যায়, কুমিল্লা পুলিশ লাইনসের একটি সেলুনে কাজ করতেন বাদল শীল। সেখানে থাকাকালীন রপ্ত করেন পুলিশের চালচলন। এক পর্যায়ে পুলিশের পোশাক বানান তিনি। পরে সেই পোশাক পরে নিজেকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিতে শুরু করেন। সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, পুলিশের পোশাক পরে প্রায়ই লাকসাম রেলস্টেশনে আড্ডা দিতেন বাদল শীল। তাঁর চলাফেরায় সন্দেহ হলে গোয়েন্দা নজরদারি বাড়ায় রেলওয়ে পুলিশ। পরে রোববার বাদলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় প্রতারণার বিষয়টি স্বীকার করেন বাদল।

রেলওয়ে পুলিশ সুপার (চট্টগ্রাম) মোহাম্মদ হাসান চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে সোমবার (১৬ মে) আদালতে পাঠানো হয়েছে।