পুলিশি হেফাজতে আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বন্দুক, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার ও চাকু জব্দ করা হয়।

রোববার (১৫ মে) দিবাগত রাতে নরসিংদীর রায়পুরা থানাধীন হোগলাকান্দি এলাকার একটি কবরস্থানের পাশ থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জাহাঙ্গীর আলম (৪০), রিপন মিয়া (৩৬), কালাম (৩৪), আল আমিন (৩২), রব মিয়া (৩২) ও ছফর আলী (২৭)। তাঁদের প্রত্যেকের বাড়ি নরসিংদী জেলায়। আসামিদের মধ্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে ৯টি ডাকাতি মামলা, রিপনের বিরুদ্ধে ৫টি, কালামের বিরুদ্ধে ৪টি এবং আল আমিন ও রব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আসামিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।