পুলিশি হেফাজতে গ্রেপ্তার ৬ ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ ।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বারের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানাধীন পোড়াদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করে। তারা সেসময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকেএকটি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত একটি সেলাই রেঞ্জ, আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- মো.সাইফুল ইসলাম(৫০),
মো. আরমান হোসেন (২৪),
জসিম (২৪), আব্দুল কাদির (২০), মো. আওলাদ হোসেন (৩৫) ও উজ্জল চন্দ্র বর্মন (৪০)

জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানায়, তারা পারস্পরিক সহযোগিতায় বেলাব থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলি ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ সমবেত হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে বেলাব থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।