পুলিশি হেফাজতে দুই প্রতারক। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা রোডের জাঙ্গিরাই মাদ্রাসার সামনে একটি মালবাহী ট্রাকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করছিলেন দুই প্রতারক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জুড়ী থানা-পুলিশ। পালানোর চেষ্টা করেও রক্ষা পাননি দুই প্রতারক, ধরা পড়েছেন পুলিশের হাতে।

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাতে মো. সেলিম মিয়া ও মো. কবির আহম্মদ নামের দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি জুড়ী থানা এলাকায়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।