চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও জেলা ডিবির অভিযানে গ্রেপ্তার একটি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী। ছবি: পুলিশ নিউজ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও আলমডাঙ্গা থানার অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি হত্যা মামলার প্রধান আসামি।

কুষ্টিয়া সদর থানাধীন ঈদগাহ পাড়া থেকে শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মাসুদ রানা। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার দুর্লভপুরে।

জেলা পুলিশ জানায়, আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মন্ডলপাড়ার আল ইমরানের (২৫) সঙ্গে পূর্বশত্রুতা ছিল মাসুদের। এর জেরে শুক্রবার বেলা ১১টার দিকে একটি ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজের কথা বলে মোবাইল ফোনে পৌর শহরের স্টেশন সংলগ্ন বাইপাস সড়কে ডেকে নির্মমভাবে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মারাত্মক আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আসামি মাসুদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।