পুলিশ কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে টাকা দিয়েছেন খুলনা মেট্র্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা।

পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি

কেএমপির হেডকোয়ার্টার্সে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ পুরস্কার দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি

খুলনার খালিশপুর থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে গ্রেপ্তারের স্বীকৃতি হিসেবে পুলিশ কর্মকর্তাদের এ পুরস্কার দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি

পুরস্কার হিসেবে টাকা পাওয়া পুলিশের কর্মকর্তারা হলেন কেএমপির উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ আসামি গ্রেপ্তারে সহায়তাকারী কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির উপকমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ এহসান শাহ্, উপকমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু ও ট্যুরিস্ট পুলিশের এসপি (টুরিস্ট পুলিশ) মো. আসাদুজ্জামান।
পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি