নারায়ণগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ রোববার একজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল, ৩০ কেজি গাঁজাসহ মামুন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার বেলা সোয়া ১১টায় বন্দর
ইউনিয়নের কুশিয়ারা দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই মো. আবুল খায়েরের নেতৃত্বে এএসআই মো. নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় কুশিয়ার দক্ষিণপাড়া টিনের মসজিদ-সংলগ্ন মোস্তফা মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির উত্তর পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে দুজন পালিয়ে গেলেও একই এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে বর্তমানে এলাকার কালামের বাড়ির ভাড়াটে মাদক কারবারি মো. আবদুল্লাহ আল মারুফ ওরফে মামুনকে (৩১) আটক করা হয়। এ সময় তাঁর কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এরপর আটক মামুনের তথ্য অনুযায়ী ভবনের বাথরুমের ওপরের ফলস ছাদের নিচ থেকে ১ বস্তায় ১০ প্যাকেট ও অন্য বস্তায় ৫ প্যাকেট মোট ১৫ প্যাকেটে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।