ময়মনসিংহ ডিবির অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি জানায়, ২০২২ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষিত যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে নিজেকে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’ পরিচয় দিতেন প্রতারক চক্রের এক সদস্য। তিনি ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পুলিশ কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের সর্বমোট ৪৭ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তী সময়ে প্রতারণার বিষয়টি সামনে এলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জনৈক ভুক্তভোগী অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়।

সেই মামলার জেরে রোববার বিকেলে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বাড়াইভিকরা বাজার থেকে প্রতারক চক্রের মূল সদস্য সাইফুল ইসলাম টুটুলকে (৩৩) গ্রেপ্তার করে ডিবি।