পুলিশি হেফাজতে অবৈধ জাল। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১০ কেজি জাটকা ও ৬০ হাজার রেণু পোনা।

রোববার (১৮ জুন) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ এবং মাছ উদ্ধার করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ২ কোটি ১৯ লাখ টাকা, মাছের দাম ৩ হাজার টাকা এবং রেণু পোনার দাম ১ লাখ ৮০ হাজার টাকা।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।