বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচি ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এটিইউর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান বিপিএম (বার)-কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক জামিল আহমদ বিপিএম পিপিএম-কে পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।


আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেনকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (সেবা)-কে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অধিনায়ক এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহেদ মিয়াকে সিআইডির পুলিশ সুপার হিসেবে কক্সবাজারে পদায়ন করা হয়েছে।