রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক মামলায় দুটি চোরাই প্রাইভেট কারসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। আসামির নাম মো. আব্দুল আলীম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, গত ২৭ জুলাই উত্তরার ৭ নম্বর সেক্টরের হাই কেয়ার জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ আগস্ট উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি উত্তরার সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলকে। এ মামলায় ২৯ আগস্ট সন্ধ্যায় উত্তরার জমজম টাওয়ারের সামনে থেকে আলীম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ আগস্ট সকালে হবিগঞ্জের মাধবপুর থানার বাজার থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া প্রাইভেট কার।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, সেখানে আরও একটি প্রাইভেট কার পাওয়া যায়, যার কোনো বৈধ কাজগপত্র গ্রেপ্তার হওয়া ব্যক্তি দেখাতে পারেননি। ডিএমপির উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।