রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে সোমবার পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশের জন্য সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে সোমবার বার্ষিক পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে শিল্ড প্যারেড ফাইনাল প্রতিযোগিতা এবং মাদক, চোরাচালান ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, ‘সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে, আমরা প্রতিনিয়ত আমাদের সার্ভিসে এই সংগঠনের মানোন্নয়নে চেষ্টা করে যাচ্ছি। গত বছর থেকে আমরা কেন্দ্রীয়ভাবে বিভাগীয় সকল পদোন্নতির ব্যবস্থা করেছি। সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যারা সবচেয়ে বেশি ট্যালেন্টেড, মেধাবী, তাঁদেরই পদোন্নতির সুযোগ তৈরি হয়েছে এবং আমরা সৎ মানুষকে খুঁজছি, আমরা দেশপ্রেমিক মানুষকে খুঁজছি, আমরা সাহসী মানুষকে খুঁজছি।’
তিনি আরও বলেন, ‘যাদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে, যিনি সৎ, যিনি সাহসী এবং যিনি দেশপ্রেমিক, তাকেই দরকার বাংলাদেশ পুলিশের।’