বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুজন এবং পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. ইমাম হোসেন বিপিএম (সেবা)-কে একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট শ্যামল কুমার নাথকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বেগম ফাহিমা হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (টিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।