পবিত্র ঈদুল ফিতরে ইথিক্যাল বিজনেস এনভায়রনমেন্টের জন্য ক্রেতা, বিক্রেতাসহ মার্কেট ফোর্সেসের সকল অংশীজনের জন্য টেকসই ও সহনীয় পরিবেশের জন্য কুড়িগ্রামে পুলিশ পুরো রমজানে নিয়েছে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা। ক্রেতারা যাতে নির্বিঘ্নে শপিং করতে পারে, সে জন্য প্রতিদিন শতাধিক পুলিশের সমন্বয়ে নেওয়া হচ্ছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

অটো, বাইকসহ চুরি ছিনতাই রোধে পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশ তত্ত্বাবধান করছে পরিস্থিতি।

সার্বিক এই ব্যবস্থাপনা কুড়িগ্রামের বিভিন্ন মার্কেট পরিদর্শনে যান পুলিশ সুপার আল আসাদ মো মাহফুজুল ইসলাম। সঙ্গেে ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, চেম্বার সভাপতি আব্দুল আজিজ সরকার। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মার্কেটের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

ব্যবসায়ী ও ক্রেতাবৃন্দ পুলিশের গৃহীত ট্রাফিক ও নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেন এবং পুলিশকে ধন্যবাদ জানান।

আর্থিক লেনদেন, সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ ও মার্কেট পরিষ্কার-পরিচ্ছন্নতাসংক্রান্তে বিভিন্ন বণিক সমিতির নেতৃবৃন্দকে পুলিশের পক্ষে কিছু সিকিউরিটি নির্দেশনাও দেওয়া হয়।