পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অগ্নিদগ্ধ এক যুবককে উদ্ধার করেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা-পুলিশ। পূর্বশত্রুতার জেরে ওই যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন মেহেদী হাসান মবিন ও আশিকুল ইসলাম। তাঁদের বাড়ি হালুয়াঘাট থানা এলাকায়।

রোববার (২ এপ্রিল) রাতে ৯৯৯ নম্বরে ফোন করে মো. হারুন নামের এক ব্যক্তি জানান, তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন ২ নম্বর ওয়ার্ডের শাকুয়াইল খালপাড় মহিলা বাজার থেকে ফোন করেছেন। পূর্বশত্রুতার জেরে তাঁর মামাতো ভাই আবুল কালামের (৩৫) হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে একদল লোক। এমন অবস্থায় পুলিশের সহযোগিতা চান তিনি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীকে হত্যাচেষ্টার অভিযোগে মেহেদী হাসান মবিন ও আশিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।