পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটের তৎপরতায় চোরাই ইজিবাইকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) গাজীপুরের টঙ্গী, ঢাকা মহানগরীর কমলাপুর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বাগেরহাট সদরের সাদ্দাম (৩৩), টাঙ্গাইলের সখীপুরের মো. উজ্জ্বল (২৪) এবং ফরিদপুরের মধুখালীর হানিফ (৩০)।

পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, বাগেরহাট সদরের বাসিন্দা মোফাজ্জল গাজীর ইজিবাইক ভাড়ায় চালাতেন আসামি সাদ্দাম। গত ১২ ডিসেম্বর ইজিবাইক নিয়ে গোপালগঞ্জ চলে যান তিনি। পরে ইজিবাইক মালিকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না দেওয়া ইজিবাইকটি ১ লাখ ২৫ হাজার টাকায় আসামি উজ্জ্বল ও হানিফের কাছে বিক্রি করেন। তাঁরা ইজিবাইকটি নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ে যান।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। ছায়া তদন্তের একপর্যায়ে আসামিদের শনাক্ত করে পিবিআই। পরে গাজীপুরের টঙ্গী থেকে সাদ্দাম, রাজধানীর কমলাপুর থেকে উজ্জ্বল এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ইজিবাইকসহ হানিফকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।