কেএমপির আড়ংঘাটা থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

হত্যা মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য ‍উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানা-পুলিশ। এই সময়ের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ ছাড়া তাঁর সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার মূল আসামির নাম শেখ মজলু ওরফে মজনু (৩৫)। তাঁর তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার তাঁর সহযোগীর নাম মো. ফরহাদ হোসেন (৫০)।

কেএমপি জানায়, কেএমপির আড়ংঘাটা থানা এলাকায় শেখ কালাম (৫৫) খুনের ঘটনায় ২২ অক্টোবর থানায় মামলা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে থানা-পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি শেখ মজলু ওরফে মজনুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, শেখ কালামকে তিনি ও তাঁর সহযোগী ফরহাদ হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছেন। এরপর শেখ মজলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকা থেকে আসামি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।