ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে ডিবি পিরোজপুর গতকাল ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পিরোজপুর সার্কিট হাউস এলাকা থেকে সুমন বেপারী (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে।

ওই আসামি বর্ণিত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে পুলিশের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাঁর দুলাভাই শংকরপাশা ইউনিয়নের মেম্বার দেলোয়ার কাজীর বাড়িতে তিন দিন ধরে বেড়াচ্ছেন। পুলিশ তাঁর দুলাভাইয়ের নম্বর চাইলে দিতে না পারায় তাঁকে আটক করে ওই মেম্বারের সাথে যোগাযোগ করে জানতে পারে ওই আসামি তাঁদের বাড়িতে যাননি। পরে তাঁর এনআইডি যাচাই করে মাদারীপুর থানায় যোগাযোগ করে জানা যায়, তিনি মাদারীপুরে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে পলাতক রয়েছেন। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

আসামি সুমন বেপারীকে মাদারীপুর থানা-পুলিশ থেকে আগত মামলার তদন্তকারী কর্মকর্তার এসআই অখিল রায়ের কাছে হস্তান্তর করা হয়।