অবসরপ্রাপ্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানের (মধ্যে) হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম (ডানে)। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই-পূর্বাঞ্চল) ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তাঁর হাতে ফুল, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পিবিআই হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম।

বিদায়ী অতিথি ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান বলেন, শেষ কর্মদিবসে আমার মন খারাপ হতে দেননি আপনারা, এ জন্য ধন্যবাদ জানাই। পিবিআই থেকে অপরাধ প্রশাসন সম্পর্কে অনেক কিছু শিখেছি।

প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম বলেন, আমাদের ব্যাচে দুজন কবি ছিলেন। মোর্শেদুল আনোয়ার খান তাঁদের একজন। মোর্শেদুলের দ্বারা পিবিআই অনেক উপকৃত হয়েছে। তিনি পিবিআইয়ে পদচিহ্ন রেখে গেছেন; উত্তরসূরিরা তা মনে রাখবে।

ডিআইজি (পশ্চিমাঞ্চল) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম বলেন, মোর্শেদুল আনোয়ার খান স্যার অনেক বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহা. আবদুল মালেক, অতিরিক্ত ডিআইজি সায়েদুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) ইউনিট ইনচার্জ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি পিপিএম বক্তব্য দেন।

উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ১২তম বিসিএসের (পুলিশ ক্যাডার) কর্মকর্তা মোর্শেদুল আনোয়ার খান। বর্ণাঢ্য কর্মজীবনে কুড়িগ্রাম, রাজবাড়ী, কুমিল্লা ও নেত্রকোনায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদে পুলিশ টেলিকম ও ট্যুরিস্ট পুলিশেও কাজ করেছেন। সব শেষ ২০২২ সালে পিবিআইয়ে যোগ দেন এই চৌকস পুলিশ কর্মকর্তা। অবশেষে পিবিআই থেকে কর্মজীবনের ইতি টানলেন তিনি।