পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

নির্বাচন অফিসের কর্মী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাটোরের বড়াইগ্রাম থানা-পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি রিপন খন্দকারের (৩৫) বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন কদমতলী এলাকায়।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম জানান, মামলার বাদী কে এম জিল্লুর হোসেনের মা জাহানারা বেগম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩ ডিসেম্বর রাতে নির্বাচন অফিসের কর্মী পরিচয়ে জাহানারাকে ফোন করেন এক ব্যক্তি। মনোনয়নপত্র সংশোধনের জন্য টাকা দাবি করেন ওই ব্যক্তি। প্রতারণার বিষয়টি টের পেয়ে পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

পুলিশ সুপার আরও জানান, তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।