মালিতে যৌথ ক্যাম্প নিরাপত্তা মহড়ায় ৭০ জন পুলিশ সদস্যের নেতৃত্ব দেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খান। ছবি: পুলিশ নিউজ

মালিতে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালির (মিনুসমা) গুন্দাম ক্যাম্পের নিরাপত্তায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ তথা বিএএনএফপিইউ-২-এর ৭০ জন পুলিশ সদস্য ও আইভরি কোস্ট সেনাদের একটি যৌথ প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ মহড়া হয়।

জাতিসংঘের আঞ্চলিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেস মাথিজসেন ও সংস্থাটির প্রতিনিধিদলের সদস্যরা ওই সময় যৌথ মহড়া পর্যবেক্ষণ করেন। তাঁরা ওই মহড়ার ভূয়সী প্রশংসা করেন।

বিএএনএফপিইউ-২ কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে ৭০ জন পুলিশ সদস্য ওই ক্যাম্প নিরাপত্তা যৌথ মহড়ায় অংশ নেন।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, বিশেষত মালিতে পেশাদারত্বের সঙ্গে ভূমিকা পালন করে আসছে।

মালিতে যৌথ ক্যাম্প নিরাপত্তা মহড়ার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আঞ্চলিক বাহিনী ও সংস্থাটির প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

পৃথিবীর সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ মিশনের অন্যতম মালির গুন্দাম। সেখানে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য কর্মরত।