পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। ছবি: সংগৃহীত

পিঠের পুরোনো ব্যথাটা আবারও নতুন করে দেখা দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদসহ আরও ছয় ক্রিকেটারের সঙ্গে কাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে চড়ার কথা ছিল সাইফুদ্দিনের। খবর বাসসের।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাইফুদ্দিন। তাঁর পিঠের পুরোনো ব্যথা আবারও ফিরে এসেছে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে তাঁকে ফের পুনর্বাসনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দল।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাইফুদ্দিন। ডিপিএলে সম্প্রতি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

সে টুর্নামেন্টে বল হাতে ২২ উইকেট শিকারের পাশাপাশি ১৪ ম্যাচে ২৭০ রান করেন সাইফুদ্দিন।