কুড়িগ্রামে টিআরসি পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রমের কিছু মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

‘চাকরি নয়, সেবা’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মাঠ পর্যায়ের পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার কুড়িগ্রাম জেলা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টাস থেকে আসা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের দুটি জেলা থেকে আসা দুজন পুলিশ সুপারসহ কুড়িগ্রাম জেলার অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে চাকরি প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্পসহ ৩ টি ধাপের পরীক্ষায় অংশ নেন।

৫টি স্তরে ১ হাজার ৬০০ মিটারের দৌড়, টায়ার ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের।

কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা ধাপে ধাপে এমনভাবে সাজানো হয়েছে যে, শুধু মেধাবী, যোগ্য ও শারীরিকভাবে ফিট প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে, অন্য কেউ নয়।

নিয়োগ সংক্রান্ত যেকোনো পর্যায়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের ফৌজদারি আইনের মুখোমুখি হতে হবে ও নিয়োগ বাতিল করা হবে।