অটোরিকশা চোর চক্রের গ্রেপ্তার তিন সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

পাবনায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. হযরত আলী (৩৫), মো. রতন (২৭) ও মো. সজীব হোসেন (৩৩)।

জেলা পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর দুপুরে ঈশ্বরদী থানার দিন বড়ইচারা এলাকায় যাত্রীবেশে একটি অটোরিকশা চুরি করে এই চক্র। এ ঘটনায় অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রতনকে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, অটোরিকশা চুরির ক্ষেত্রে তাঁরা একটি কৌশল অবলম্বন করতেন। তা হলো যাত্রীবেশে প্রথমে অটোরিকশায় উঠে তাঁরা চালকের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। এরপর চালককে কোনো দোকানে নিয়ে খাওয়ানোর কথা বলে একজন যাত্রী নেমে যান। অপর যাত্রী সুযোগ বুঝে অটোরিকশা নিয়ে সটকে পড়েন। এরপর চুরি করা অটোরিকশাগুলো সজীবের কাছে বিক্রি করত এই চক্র। সজীব অটোরিকশা খুলে বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন লোকের কাছে বিক্রি করত।

হযরত আলী ও রতনের কাছ থেকে তথ্য পেয়ে পরে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঈশ্বরদী থানায় দায়ের মামলায় ওই তিনজনকে আদালতে হাজির করা হয়। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পাবনা জেলা পুলিশ।