রোহিঙ্গা শিবিরে অবৈধভাবে ওষুধ বিক্রি ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শিবিরে অবৈধভাবে ওষুধ বিক্রি ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোহিঙ্গা শিবির-৫-এর মেইন ব্লক-বি, সাবব্লক-জি-৫৩-এ ৬ ডিসেম্বর (সোমবার) রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

গ্রেপ্তারকৃত দুজন হলেন রোহিঙ্গা শিবির-৫-এর মো. আমিন (২৮) ও জাফর আহমদ (৩৫)।

১৪ এপিবিএন জানায়, রোহিঙ্গা শিবিরে অবৈধভাবে ওষুধ বিক্রি ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার খবর পেয়ে ৬ ডিসেম্বর সকাল পৌনে নয়টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আমিন ও জাফরকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৭ বস্তা ওষুধ, বিভিন্ন কোম্পানির ২ ঝুড়ি ইনজেকশন ও এক ঝুড়ি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।

আটকের পর আমিন ও জাফরকে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের করা উপস্থাপন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আমিন ও জাফরকে কারাগারে পাঠানো হয়।