সীমান্তে আফগান তালেবান বাহিনীর গুলিতে পাকিস্তানে অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত ক্রসিংয়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

গুলির ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের সেনারাও হামলার পাল্টা জবাব দিয়েছে। এতে এক আফগান সেনা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে আফগান নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানি সেনারা আফগান সেনাদের সীমান্তে একটি চৌকি নির্মাণ বন্ধের দাবি জানানোর পর এ ঘটনা ঘটে। অন্যদিকে এএফপি বলেছে, আফগান সেনারা সীমান্তের বেড়ার একটি অংশ কেটে ফেলার পর সংঘাত হয়।

এক তালেবান সদস্য নিহত এবং আরও ১০ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের কান্দাহারের গভর্নর।