জস বাটলার ও সিদরা আমিন। ছবি : সংগৃহীত

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। নারী ক্রিকেটে সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার সিদরা আমিন।

সোমবার (১২ ডিসেম্বর) নভেম্বর মাসের সেরা দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইংলিশদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক বাটলারের। বিশ্বকাপে ৪ ইনিংস ব্যাট করে দুই অর্ধশতকে ২০৭ রান করেন তিনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে অপরাজিত ৮০ ও গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন বাটলার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুই ইনিংসে ৩০ রান করেন বাটলার।

গত মাসের সেরা হওয়ার দৌড়ে বাটলারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের আদিল রশিদ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

অন্যদিকে পাকিস্তানের সিদরা আমিন নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি শতক ও অর্ধশতকে ২৭৭ রান করেন। পাকিস্তানের এই ওপেনারের সঙ্গে নারীদের ক্রিকেটে মনোনয়ন পেয়েছিলেন থাইল্যান্ডের নাথাকান চান্থাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস।