বিসিবির লোগো। ছবি: সংগৃহীত

স্বাগতিক টাইগারদের বিপক্ষে আসন্ন সীমিত ওভার সিরিজের প্রস্তুতি হিসেবে সিলেটে অনুশীলন ক্যাম্প করার জন্য আফগানিস্তান দলকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান দল। খবর বাসসের।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। পূর্ব সূচি অনুযায়ী বিপিএল শেষ হওয়ার এক দিন পর ১৯ ফেব্রুয়ারি আফগানিস্তান দলের বাংলাদেশে পৌঁছার কথা ছিল। তবে সিরিজ শুরুর কিছুদিন আগে বাংলাদেশে অনুশীলন ক্যাম্প করতে চায় সফরকারীরা।

সিলেটে অনুশীলনের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিসিবিও তাতে ইতিবাচক সাড়া দিয়েছে। নতুন সূচি অনুযায়ী আফগানিস্তান দল ১২ ফ্রেব্রুয়ারি ঢাকায় পৌঁছানোর পরই সিলেট চলে যাবে।