পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সমাবেশে বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

রোববার (৩০ জুলাই) বাজাউর জেলায় হওয়া এই বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।

সমাবেশের আয়োজক ছিল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি ইসলামী দল।

স্থানীয় কর্মকর্তা সাদ খান বলেছেন, জেইউআই-এফের আঞ্চলিক নেতা মাওলানা জিয়াউল্লাহ বিস্ফোরণে নিহত হয়েছেন।