কানাডার অ্যালবার্টায় ক্যালগারি শহরের পশ্চিমে কেনানাস্কিস কাউন্টিতে ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পুলিশ বলছে, পাঁচ যাত্রী আর একজন পাইলট নিয়ে বিমানটি ক্যালগারির কাছে শুক্রবার রাতে স্প্রিংব্যাংক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্মে যাওয়ার পথে ছিল। রাত সাড়ে ৯টার দিকে বিমানের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটির খোঁজে নামে আরসিএএফ।

আরসিএমপি পুলিশ সদস্য রায়াল সিঙ্গেলটোন জানান, বিমানের ৬ আরোহীই মারা গেছেন। তবে মৃতদের পরিচয় জানাননি তিনি।