চিলাস শহরের একটি সড়ক। ছবি-সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় চিলাস শহরে অজ্ঞাতনামা বন্দুকধারীর হামলায় দুজন সেনাসদস্যসহ ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন যাত্রী।

আজ রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এই হাইওয়ে বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি। হঠাৎ করেই বাসে গুলি চালাতে থাকে হামলাকারীরা। পরে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে ৮ জন নিহত হন। আরও দুই ডজনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর বলেছেন, শনিবার সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

তবে এ ঘটনায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি এবং যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্যও এখন পর্যন্ত অস্পষ্ট। সূত্র: বাংলাদেশ জার্নাল।