বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৩২ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৭ জানুয়ারি এ তথ্য জানিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২৬ লাখ ৬৯ হাজার ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ৬ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ৬ কোটি ৪৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এরপর যথাক্রমে ভারতে প্রায় ৩ কোটি ৭৪ লাখ, ব্রাজিলে প্রায় ২ কোটি ৩০ লাখ, যুক্তরাজ্যে ১ কোটি ৫২ লাখের বেশি ও ফ্রান্সে ১ কোটি ৩৮ লাখের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে।

করোনায় মৃত্যুর দিক থেকেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এরপর যথাক্রমে ব্রাজিলে প্রায় ৬ লাখ ২১ হাজার, ভারতে ৪ লাখ ৮৬ হাজারের বেশি, রাশিয়ায় প্রায় ৩ লাখ ২২ হাজার ও মেক্সিকোতে ৩ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছে।