গুলিবর্ষণের ঘটনার পর ঘটনাস্থলের কাছে ভিড় জমান স্থানীয় লোকজন। ছবি: ডন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি টহল দলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের বরাতে জানিয়েছে ডন ডটকম।

এ হামলার ঘটনায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।
ঘটনার বিষয়ে প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে নিরাপদ করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যয় জানিয়েছেন।

ডন জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় আবার সহিংসতা বাড়তে শুরু করেছে, এর মধ্যেই বুধবারের এ হামলার ঘটনা ঘটল। প্রদেশটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।