কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। ভারতের স্যার গঙ্গা রাম হাসপাতাল ও দলীয় সূত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সোনিয়া গান্ধী ১২ জুন নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন। এর আগে ২ জুন টেস্টে তাঁর কোভিড-১৯ পজিটিভ আসে।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, হাসপাতাল সূত্র এবং কংগ্রেসের যোগাযোগ, প্রচার ও গণমাধ্যম শাখার প্রধান জয়রাম রমেশ ১৭ জুন জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর সোনিয়া গান্ধীর শ্বাসতন্ত্রের নিচের দিকে সংক্রমণ ধরা পড়ে। তবে এখন অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

সোনিয়ার ছেলে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র ১৩ জুন হাসপাতালে তাঁকে দেখতে যান।