করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল পবিত্র হজ। পরে বিধিনিষেধ সাপেক্ষে গত বছর হজ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুরু হয় পবিত্র ওমরাহ পালন। তবে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফে আজ রোববার থেকে পূরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে ধর্মীয় আচার পালন চালু হয়েছে। করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।

সরকারি সৌদি বার্তা সংস্থার খবরের বরাত দিয়ে বাসস এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, পবিত্র কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলো অপসারণ করা হয়েছে।

বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মুসল্লিদের প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে।
রোববার সকালের ছবি ও ফুটেজে মুসল্লিদের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। কোভিড-১৯ মহামারি দেখা দেওয়ার পর প্রথমবারের মতো এ দৃশ্য দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেওয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদেরকে অবশ্যই করোনা ভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে।
সৌদি আরবে করোনাভাইরাসে ৫ লাখ ৪৭ হাজার জনের বেশি আক্রান্ত এবং ৮ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে।