গ্রেপ্তার তিন ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, পাংশা মডেল থানার এসআই মোহাম্মদ মাহাবুর রহমান ২৬ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে জরুরি ডিউটি করার সময় সংবাদ পান যে, পাংশা থানাধীন শরিষা ইউনিয়নের খামারডাঙ্গীর সরকারি বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠে কতিপয় ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছেন।

খবর পেয়ে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশের টিম তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এরা হলেন- সালমান শাহ (২৯), কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২) ও মো. কাজল খান (৩৬)।

পুলিশ তাদের কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক, ২ টি নীল রংয়ের তাজা কার্তুজ, ৩টি ধারালো ছোরা, একটি ধারালো চাপাতি উদ্ধার করে।

গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে পাংশা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।