কক্সবাজারের টেকনাফে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার তিনজন। (ইনসেটে) অভিযানে উদ্ধার দুই রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাচারের জন্য অপহরণকারীদের হাতে বন্দি দুই রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)। এ ঘটনায় জড়িত অভিযোগে এক রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। টেকনাফ থানার বড়ইতলী এলাকায় আকতার হোসেনের বাড়ি থেকে ২৯ জুলাই (শুক্রবার) ভোরে অভিযানটি পরিচালিত হয়।

উদ্ধার পাওয়া দুই রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল অপহরণকারীরা। তারা হলেন টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আলী (২১) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আয়েশা সিদ্দিকা (২০)।

গ্রেপ্তার তিনজন হলো টেকনাফের চাকমারকুল ক্যাম্পের মো. দেলোয়ার হোসেন (২২), বড়ইতলী গ্রামের আকতার হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৩২)।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আমাদের কাছে তথ্য ছিল কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য বড়ইতলীর আকতার হোসেনের বাড়িতে বন্দী করে রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।