উদ্ধার করা প্রাইভেট কার। ছবি: পুলিশ নিউজ

তিনটি চোরাই গাড়িসহ আন্তজেলা গাড়ি চোর চক্রের অন্যতম হোতা মো. তারেকুল ইসলাম অলিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে দুটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, ১ এপ্রিল হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, গত বছর কাফরুল থানা এলাকা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনায় কাফরুল থানায় ভুক্তভোগী একটি মামলা করেন। তদন্তকালে চুরি হওয়া প্রাইভেট কারসহ মোট ৮টি প্রাইভেট কার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় চোর চক্রের চার সদস্যকে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আন্তজেলা গাড়ি চোর চক্রের হোতা তারেকুল ইসলাম অলির সম্পৃক্ততার কথা জানান গ্রেপ্তার আসামিরা। পরবর্তী সময়ে প্রযুক্তির সহায়তায় অলির অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১ এপ্রিল হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তিনটি চোরাই গাড়িসহ অলিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।