রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশ গতকাল সোমবার ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে লুট করা মালামাল, বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে।পাংশা মডেল থানার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন আ. সালাম শেখ (২২), রমজান খাঁ (৩২) ও লিটন মন্ডল (২০)। সালাম ও রমজানের বাড়ি পাংশার কোলানগর গ্রামে। লিটনের বাড়ি একই উপজেলার ডেমনানগর গ্রামে।

পাংশা মডেল থানার একটি দল রোববার দিবাগত রাত একটার দিকে অভিযান চালিয়ে প্রথমে সালামকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে লুট করা মালামালসহ দুটি ওয়ান শুটার বন্দুক, চারটি তাজা কার্তুজ, চারটি তাজা ককটেল, দুটি চায়নিজ কুড়াল, দুটি হাঁসুয়া, একটি রামদা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে রমজান ও লিটনকে গ্রেপ্তার করা হয়। রমজানের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রধান আসামি সালাম তাঁর অবৈধ অস্ত্র-গুলি ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত। সালামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
পরে আসামিদের গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।