কক্সবাজারের উখিয়া উপজেলায় গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। উখিয়া থানার পুলিশ এই অভিযান চালায়। কক্সবাজার জেলা পুলিশের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন বাদল কর্মকার (৩৯) ও রোহিঙ্গা হোসেন আহম্মদ (৩২)। বাদল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বাজার পাড়া এলাকার প্রয়াত বসন্ত বালা কর্মকারের ছেলে। আর হোসেন উখিয়ার একটি রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উখিয়া থানা-পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তারুল জলিল মার্কেটের ভাড়াটে বাদল কর্মকারকে তাঁর দোকানের ভেতর থেকে গ্রেপ্তার করে। এ সময় রোহিঙ্গা হোসেন আহম্মদকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।