চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় হাসান ওরফে বাবু নামের আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর কাছ থেকে পাঁচটি চোরাই মিটার জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানান। তিনি জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে ওসির নেতৃত্বে উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, কয়েক মাস ধরে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার চুরির পর চোর চক্র তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর রেখে যেত। পরে গ্রাহকেরা তাদের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন থেকে পাঁচ হাজার টাকা আদায়ের পর মিটার ফেরত দিত।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী আমিনুল ইসলাম মঙ্গলবার সদর মডেল থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য বাবুকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে পাঁচটি চোরাই মিটার উদ্ধার করা হয়।