নড়াইল সদর থানার অভিযানে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত সরঞ্জাম। ছবি: পুলিশ নিউজ

নড়াইলে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

সদর উপজেলার মুচিরপুল এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নড়াইল সদর থানাধীন রঘুনাথপুর গ্রামের সিফাত শেখ (২১) ও তাঁর স্ত্রী রিক্তা খানম। ওই সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি দেশীয় তৈরি লোহার চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র ও দুইটি আয়তাকার লোহার রড উদ্ধার করা হয়।

গত রোববার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের শেখ মাসুদ হাসানকে (৪৫) পরকীয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে সিফাত ও রিক্তা দম্পতি। পরে ওই দম্পতি মাসুদকে রাতভর আটকে রেখে মারধরের পাশাপাশি দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়। পরে ওই দুজন মাসুদ হাসানের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

সোমবার নড়াইল সদর থানার অভিযানে মুচিরপোল এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ আসামিদ্বয়কে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর দেওয়া তথ্য ও আসামিদ্বয়ের স্বীকারোক্তি অনুযায়ী, দুজনের ভাড়া বাসা থেকে নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।