ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম সব টিআই ও জোনের প্রতিনিধিদের হাতে ইফতারি তুলে দেন। ছবি: বাংলাদেশ পুলিশ

পবিত্র মাহে রমজানে ঢাকা মহানগরবাসী যাতে সুন্দরভাবে নতুন সময়সূচিতে সাহরি, ইফতার ও কর্মস্থলে পৌঁছাতে পারে, সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানামুখী সেবা ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মহানগরবাসী যেন যানজটে না পড়েন, সে জন্য মহানগরীর প্রতিটি ইন্টারসেকশনগুলোয় সর্বদা বাম লেন চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। এ ছাড়া দায়িত্বরত প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনস্থলে মানসম্মত ইফতারের আয়োজন করা হয়েছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টারসেকশনগুলোয় যান ও বাম লেনে গাড়ি চলাচলের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল এবং কর্মস্পৃহা বৃদ্ধি করতে ট্রাফিক তেজগাঁও বিভাগ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টারসেকশনগুলোয় যান ও বাম লেনে গাড়ি চলাচলের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। এ ছাড়া দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য ইফতার প্যাকেট যথাসময়ে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।
পবিত্র মাহে রমজানে ঢাকা মহানগরবাসী যাতে সুন্দরভাবে নতুন সময়সূচিতে সাহরি, ইফতার ও কর্মস্থলে পৌঁছাতে পারে, সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানামুখী সেবা ও কল্যাণমূলক উদ্যোগ সফল করতে কাজ করছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। ছবি: বাংলাদেশ পুলিশ

এ জন্য ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম সব টিআই ও জোনের প্রতিনিধিদের হাতে ইফতারি তুলে দেন। সংশ্লিষ্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের তত্ত্বাবধানে ডিউটিরত পুলিশ সদস্যদের যথাসময়ে ইফতারি নিশ্চিত করা হয় এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রথম রোজায় জনসেবা নিশ্চিত করা হয়।