ফেনী জেলা পুলিশের কেরাত ও আজান প্রতিযোগিতার পোস্টার। ছবি: পুলিশ নিউজ

সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে কেরাত ও আজান প্রতিযোগিতার আয়োজন করেছে ফেনী জেলা পুলিশ।

এ প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ কারি ও আজানদাতা নির্বাচন করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘আপনারা জেনে আনন্দিত হবেন যে, ফেনী জেলা পুলিশের উদ্যোগে শ্রেষ্ঠ কেরাত ও আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনার/আপনাদের প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত প্রার্থীকে নির্ধারিত সময়ে স্ব স্ব থানার অফিসার ইনচার্জের নিকট নামের তালিকা আগামী ১৪ এপ্রিল, ২০২২-এর মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

জেলা পুলিশ আরও জানায়, কেরাত প্রতিযোগিতায় ছেলে/পুরুষদের দুটি গ্রুপ থাকবে। ‘ক’ গ্রুপের অংশগ্রহণকারীদের বয়স হবে সর্বোচ্চ ১২ বছর। অন্যদিকে ‘খ’ গ্রুপে যেকোনো বয়সী পুরুষ অংশ নিতে পারবেন।

অন্যদিকে মেয়ে/নারীদের ক্ষেত্রে ‘গ’ গ্রুপে সর্বোচ্চ ১২ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নিতে পারবে। ‘ঘ’ গ্রুপে অংশ নিতে পারবেন যেকোনো বয়সী নারী।

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ছেলে, মেয়ে ও নারী-পুরুষদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ১৪ এপ্রিলের মধ্যে স্ব স্ব থানায় জমা দিতে হবে। ১৬ এপ্রিল বিভিন্ন থানা প্রাঙ্গণে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলায় চূড়ান্ত প্রতিযোগিতার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।