আরএমপির পবা থানা-পুলিশ আজ বুধবার জুয়াড়িদের গ্রেপ্তার করে। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরের পবা থানাধীন তরফ পারিলা এলাকায় অভিযান চালিয়ে টাকা, তাসসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. শহিদুল্লাহ (৪২), লতিফ ইসলাম শুকট (৪০), মো. শফিকুল (৪৫), জিনদার আলী (৩০), রুস্তম আলী (৪২), মো. দূর্জয় (১৯), মো. মিঠু (৪২), সাইদুর রহমান (৫৭), মো. রহিদ (৩৫)।

আরএমপি জানায়, আজ বুধবার সকালে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের তত্ত্বাবধানে এসআই শামীম হোসেন ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিল। ওই সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানাধীন তরফ পারিলা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছেন।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা-পুলিশের ওই টিম সকাল সাড়ে সাতটার দিকে পবা থানাধীন তরফ পারিলা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। ওই সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়।

পবা থানায় জুয়া আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।