পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন। রোববার ভোর থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু।

এর আগের রাত থেকেই সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে ভিড় জমায় বিভিন্ন ধরনের যানবাহন। রোববার দিনভর বিপুলসংখ্যক মোটরসাইকেল পাড়ি দেয় সেতু।

মোটরসাইকেলের চালকদের অনেকে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান। সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটেছে। এমন বাস্তবতায় সরকার মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।